a2i প্রোগ্রামের আওতায় বাস্তবায়নাধীন বিসিক এর উদ্ভাবনী উদ্যোগ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি সংস্থা হিসাবে বেসরকারইি খাতের উদ্যোক্তাদের বিভিন্ন সেবামূলক সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি, বিসিক দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের যাবতীয় তথ্য সেবা সরকারি ও বেসরকারি দপ্তর/প্রতিষ্ঠান, ব্যাংক- আথিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সংস্থায়, স্থানীয় পরিষদ, জনপ্রতিনিধি, গবেষক ও সংশ্লিষ্টদের নিয়িমতভাবে দিয়ে আসছে। কিন্ত বর্তমান তথ্য প্রযুক্তির ব্যাপক বাবহারের এ সমেয় শিল্প সংশ্লিষ্ট তথ্য সকলের দোরগোড়ায় দ্রুত ও সহজে পৌঁছে দেয়ার লক্ষ্য সামনে রেখে বিসিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i (Aspire to innovate) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় দেশের সমস্ত অঞ্চলের ক্ষুদ্র,কুটির ও মাঝারi` শিল্পের একটি অনলাইন ডাটাবেজ তৈরির উদ্যোগ (GIS-based Online Database for Small, Cottage and Medium Industry) গ্রহন করে। কারণ, দেশে বর্তমানে কমেবশী প্রায় ১০ লক্ষ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প রয়েছে। দেশের প্রায় সমস্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সমস্ত শিল্পের পূর্ণাঙ্গ তথ্য এক স্থান হতে সংগ্রহ করার কোন সুযোগ না থাকায় নতুন শিল্প উদ্যোক্তা, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থাগুলো দেশের শিল্পায়ন তথা আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে নানা বিড়ম্বনার সম্মুখিন হয়ে থাকে। যা প্রকারান্তরে দেশের শিল্পায়নকে বাঁধাগ্রস্ত করে। এ অবস্থা নিরসনে বিসিকের অনলাইন ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে । আর এ ডাটাবেজে দেশের সমস্ত অঞ্চলের শিল্পের ভৌগলিক অবস্থান নির্দেশক তথ্যও সন্নিবেশিত হবে যা একনজরে দেশের শিলল্পবস্থার বাস্তব চিত্র উপস্থাপনে যথার্থ ভূমিকা রাখবে বলে বিসিক মনে করে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে অনলাইনে যে কোন স্থান হতে খুব সহজে ও অল্প সময়ে দেশের ক্ষুদ্র,কুটির ও মাঝারী শিল্পের প্রায় যাবতীয় সব তথ্য এক স্থান হতে দ্রুত সংগ্রহের সুযোগ সৃষ্টি হবে যা ইতোপূর্বে দেশে গড়ে উঠে নাই। এ উদ্যোগটি বাস্তবায়িত হলে অন্যান্য সুবিধার পাশাপাশি নিম্নরুপ সুবিধা পাওয়া যাবে।